ঈদের তৃতীয় দিনেও জাতীয় জাদুঘরে দর্শনার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

ঈদের তৃতীয় দিনে জাতীয় জাদুঘরে দর্শনার্থীর ভিড় দেখা গেছে। ঈদের ছুটি শেষে আজ অফিস-আদালত খুললেও জাদুঘর এলাকায় এখনো ছুটির আমেজ। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। তবে সময় না জানায় বাইরে থেকেই অনেকেই ফিরেছেন। সোমবার (২৪ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকেই টিকিট কাউন্টারে ছিল দীর্ঘ সারি। ছোট থেকে বড় সব বয়সী মানুষ ভিড় করেছে কাউন্টার ও জাদুঘরের প্রবেশপথে। কেউ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন, কেউ বাসা থেকে অনলাইনে টিকিট কিনে এসেছেন। আবার অনেকে জাদুঘরের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অনলাইনে টিকিট কেটে প্রবেশ করেছেন।

রাজধানীর হাজারীবাগ থেকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন আনোয়ার হোসেন। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরে তারা জাতীয় জাদুঘরে এসেছেন। প্রায় দেড় ঘণ্টায় জাতীয় জাদুঘর ঘুরেছেন।

zoo-1.jpg

আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ঈদের সময় ছেলেমেয়েরা একটু বাইরে ঘুরতে চায়। এ সময়ে রাস্তাঘাট ফাঁকা থাকে। এখনো কিছুটা ফাঁকা রয়েছে। তাই সকালে তাদের নিয়ে চিড়িয়াখানায় গেলাম। সেখান থেকে ঘুরতে নিয়ে আসলাম জাদুঘরে। জাদুঘর আমাদের ঐতিহ্য। এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন রয়েছে, সঙ্গে গ্রামীণ যত ঐতিহ্য রয়েছে, তার সব চিত্র এখানে দেখা যায়। এসব জিনিস ও ইতিহাসের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম এখানে।

ধানমন্ডি থেকে আসা নিয়াজ মোর্শেদ জাগো নিউজকে বলেন, ঈদের মধ্যে একটু শিশুদের নিয়ে ঘুরতে আসলাম। বিকেলে বেরিয়েছি। এসে বেশিক্ষণ ঘুরতে পারিনি। তবে ওরা ভেতরে গিয়ে একটু ঘুরতে পেরেছে, তাতেই খুশি হয়েছে।

zoo-1.jpg

সপ্তাহে শনি থেকে বুধবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। বৃহস্পতিবার ছুটির দিন। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়। এছাড়া ঈদের ছুটিতে কোনো শিডিউল পরিবর্তন করেনি জাদুঘর কর্তৃপক্ষ। ফলে আজ সোমবার ঈদের তৃতীয় দিনে বিকেল ৪টার পর অনেকেই এসেছেন জাদুঘরে। পরিবারের মানুষকে নিয়ে আসা শতাধিক দর্শনার্থী টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় প্রবেশপথ থেকেই ফিরে গেছেন।

নারায়ণগঞ্জ থেকে আসা মো. জাহিদ হাসান জাগো নিউজকে বলেন, আমি সময়টা জানি না। বিকেলে একটু ঠান্ডা থাকে। পড়ন্ত বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে জাদুঘরসহ কয়েকটি স্থানে ঘোরার জন্য আসলাম। কিন্তু বিকেলে এসে দেখি জাদুঘর বন্ধ করে দিয়েছে।

zoo-1.jpg

বারিধারা থেকে আসা গোলজার বলেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। লালবাগ কেল্লায় গেলাম, সেটা বন্ধ পেলাম। সেখান থেকে শিশুপার্কে গেলাম। গিয়ে দেখি সেটাও বন্ধ। শেষে জাতীয় জাদুঘরে এসে দেখি জাদুঘরও বন্ধ। পুরো দিনটিই শেষ।

জাদুঘরের দায়িত্বরত কর্মকর্তা সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সকাল থেকেই কাউন্টার ও প্রবেশপথে দীর্ঘ সারি ছিল। দিনভর পাঁচ হাজার ১১৭ জন দর্শনার্থী প্রবেশ করেছেন। তবে নির্ধারিত সময়ের পরে যারা এসেছেন, তাদের ফিরে যেতে হয়েছে।

আরএসএম/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।