মৃতশিশু জন্ম বেশি রাজশাহীতে, কম খুলনায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৬ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

দেশে প্রতি হাজারে ৮.৪টি মৃতশিশু জন্মগ্রহণ করে। ২০২১ সালে এ হার রেকর্ড করা হয়েছে। ২০২০ সালের তুলনায় এ হার কমেছে প্রায় ২৪ শতাংশ। এছাড়া দেশে মৃতশিশু জন্মের হার সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে।

‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এসভিআরএস)’ শীর্ষক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২১ সালে এ জরিপ করেছে।

জরিপে দেখা গেছে, রাজশাহী বিভাগে প্রতি হাজারে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে ১১টি শিশু। এর পরের অবস্থানে আছে বরিশাল বিভাগ। সেখানে প্রতি হাজারে মৃতশিশু জন্মের হার ১০ দশমিক ৬। খুলনা বিভাগে মৃতশিশু জন্মের হার সবচেয়ে কম। এ বিভাগে প্রতি হাজারে ৩ দশমিক ৭টি শিশু মৃত অবস্থায় জন্ম গ্রহণ করে।

আরও পড়ুন>> বস্তিতে বসবাসের হার বেশি সিলেটে, কম চট্টগ্রামে

বিবিএসের জরিপে দেখা যায়, পল্লী অঞ্চলে নারীদের মধ্যে মৃত সন্তান প্রসবের হার শহরের তুলনায় প্রায় ২৫ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২০ সালে শহুরে নারীদের মধ্যে পল্লী অঞ্চলের নারীদের তুলনায় মৃত সন্তান প্রসবের হার বেশি ছিল।

কৈশোরে সন্তান জন্মদান

জরিপের তথ্যে দেখা যায়, কিশোরীদের মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সী গ্রুপে মা হওয়ার অনুপাত সবচেয়ে বেশি। প্রতি হাজার কিশোরীর বিপরীতে ৭২ দশমিক ৩ জন মা হচ্ছেন। মোট ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্মের ১৮ দশমিক ৯ শতাংশ সংঘটিত হয় এ বয়সভিত্তিক গোষ্ঠীর নারীদের মধ্যে। ১৫ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক মা হন।

আরও পড়ুন>> এখনো ২১ শতাংশ পরিবারে জ্বালানির উৎস খড়-পাতা-তুষ

এ বয়সী গ্রুপের মধ্যে মা হওয়ার হার প্রতি হাজারের বিপরীতে ০ দশমিক ২টি। কিশোরী বয়স অতিক্রান্ত হওয়ার (২০ বছর বা তদূর্ধ্ব) পরের বয়সভিত্তিক নারীদের মধ্যে কিশোরীদের তুলনায় সন্তান প্রসবের হার তুলনামূলক কম। প্রতি এক হাজার নারীর বিপরীতে এ শ্রেণির প্রজনন হার ৪৭ দশমিক ৪। সামগ্রিকভাবে ১৯ শতাংশ অবদান রয়েছে কিশোরী মায়েদের।

মৃত অবস্থায় জন্মের বিষয়ে ডব্লিউএইচও প্রদত্ত আন্তর্জাতিক সংজ্ঞা অনুসরণ করা হয়েছে। ডব্লিউএইচও’র সংজ্ঞা অনুসারে, ২৮ সপ্তাহের গর্ভধারণের সময় বা তার পরে প্রসবের কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ শিশুর ভূমিষ্ঠ হওয়াকে মৃত অবস্থায় জন্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এমওএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।