ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও চারজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে জানানো হয়। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই পৃথক দুই অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পিআর অ্যান্ড এইচআরডির এডিসি মাসুক মিয়াকে মিরপুর জোনে, মিরপুর জোনের এডিসি মো. মাহবুবুর রহমানকে পিআর অ্যান্ড এইচআরডিতে, রমনা জোনের এসি মো. বায়েজীদুর রহমানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে, ট্র্যাফিক শাহবাগ জোনের এসি মুহাম্মদ সালমান ফাসীকে রমনা জোনে, পেট্রোল গুলশানের এসি শেখ মুত্তাজুল ইসলামকে ট্র্যাফিক শাহবাগ জোনে ও ডিএমপির এসি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজকে ডিবি লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
টিটি/এএএইচ/এএসএম