বিয়ের আগের আপত্তিকর ভিডিও দিয়ে ৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৯ মে ২০২৩

ব্যক্তিগত মুহূর্তের অশালীন ছবি ও নগ্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে সায়েম আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৭ মে) সকাল ১০টায় তাকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাদামতলী থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ মে) এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতার সায়েম চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ গ্রামের মৃত ফরিদ আহম্মেদের ছেলে।

আরও পড়ুন: অন্তরঙ্গ ছবি দেখিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেইল পুলিশ কনস্টেবলের

র‌্যাব জানায়, ভিকটিম ওই তরুণী ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা। ২০২১ সালের ডিসেম্বরে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় তার বোনের বাসায় বেড়াতে যান তিনি। এসময় সায়েম আহম্মেদের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। একপর‌্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন সায়েম। পাশাপাশি গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন।

এ অবস্থায় ওই তরুণীর বাবা-মা সায়েমকে বিয়ের কথা বলেন। এতে সম্পর্ক ছিন্ন করেন সায়েম। এরপর ২০২২ সালের ১৫ ডিসেম্বর অন্যত্র বিয়ে হয় ভুক্তভোগী তরুণীর।

আরও পড়ুন: ডেটিং অ্যাপে পরিচয় থেকে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৪

সবশেষ ৪ মে সায়েম আহম্মেদ একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভিকটিমের মেসেঞ্জারে কিছু অশ্লীল ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। পরেরদিন ৫ মে আরও কিছু অশালীন ছবি পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন সায়েম। টাকা না দিলে এসব ছবি এবং ভিডিও তার স্বামীসহ এলাকার মানুষের কাছে ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন। এতে ওই তরুণী র‌্যাব-৭ এ অভিযোগ করেন।

র‌্যাব জানায় গ্রেফতারের পর সায়েম ব্ল্যাকমেলের কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ম্যাসেঞ্জারে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শনের স্ক্রিনশর্টের প্রিন্ট।

আরও পড়ুন: ব্ল্যাকমেইল করে নগ্ন ছবি তুলে টাকা আদায়, দম্পতি গ্রেফতার

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এক তরুণীকে ব্ল্যাকমেল করার অপরাধে সায়েম আহম্মেদ নামের সাইবার অপরাধীকে আটক করে থানায় দিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে সাইবার অ্যাক্টে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।