ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন সুজিত কুমার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২২ মে ২০২৩
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন সংস্থাটির বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। অভিযোগ দেওয়ার পর এবার উল্টো তাকেই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২১ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন সই করা এক প্রজ্ঞাপনে গোলাম মোস্তফাকে সরিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে একজনকে চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন: ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়ানোর সুযোগ নেই: টিআইবি

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্যে সুজিত কুমার বালাকে বোর্ড চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: অর্থ আত্মসাৎ: ওয়াসার সাবেক রাজস্ব কর্মকর্তাসহ ৩ জন দুদকের জালে

জানা গেছে, গত অক্টোবরে গোলাম মোস্তফার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় দায়িত্ব পালন করছিলেন তিনি। এরই মধ্যে ওয়াসা এমডির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার চারদিনের মাথায় তাকেই অপসারণ করা হলো।

গত ১৭ মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। চার পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন: ‘স্মার্ট ওয়াসা’ করতে চান তাকসিম এ খান

আইএইচআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।