চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৯ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ মো. আরমান গণি (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিনগত রাতে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসা যাত্রীবাহী এক চেয়ারকোচ থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের একটি টিম।

এসময় তার কাছ থেকে ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার আরমান গণি নগরীর চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লায় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা বন্দর ও পশ্চিম) আলী হোসেন বলেন, কুমিল্লা থেকে আসা যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটি আকবর শাহ এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে আরমান গণি হঠাৎ একটি স্কুলব্যাগ হাতে নিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় গোয়েন্দা পুলিশের টিম তাকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং তার পরনের জুতোর ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছয় রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি কুমিল্লায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। একটি অস্ত্রবিক্রেতা সিন্ডিকেটের সদস্যরা তাকে ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্রগুলো দিয়ে চট্টগ্রামে ক্রেতার কাছে সরবরাহ দেওয়ার জন্য পাঠিয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।