উড়ালসড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৩০ মে ২০২৩

রাজধানীর বনানী রেলগেট এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশু (১২) মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। এ মামলায় হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

আরও পড়ুন: উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু নিহত

তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামের এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধায়।

বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। আসামিকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরএসএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।