নবাবগঞ্জে ৪৩০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ৩১ মে ২০২৩

ঢাকার নবাবগঞ্জ থানার কৈলাইল এলাকা থেকে চার লাখ ৩০ হাজার টাকা দামের চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪৩০ লিটার চোলাই মদ, একটি সুইজ গিয়ার চাকু, একটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- রেবা আক্তার (৩৫) ও মো. জাকারিয়া (২৫)।

বুধবার (৩১ মে) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার র‌্যাব-১০-এর একটি দল নবাবগঞ্জের কৈলাইল এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক চার লাখ ৩০ হাজার টাকার ৪৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।