রাজধানীতে স্বামীর ওপর অভিমানে স্ত্রীর গলায় ফাঁস

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্বামীর ওপর অভিমানে মোছা. শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৩১ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার (১ জুন) ভোর সাড়ে ৫িটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর স্বামী কবির হোসেন জাগো নিউজকে জানান, তার স্ত্রী অনেক রাগী ও জেদি ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শারমিন ফাঁস দেন। পরে অচেতন অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর পাইংডাং গ্রামে। শারমিন ওই এলাকার মৃত আহমেদ সাফার মেয়ে। বর্তমানে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস