রাজধানীতে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৩ জুন ২০২৩

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ৩ জন হলো, আনোয়ার কাদের কাজল (৪৬), সাদিকুর রহমান ওরফে লিটন মিয়া (৩৮) ও আবুল কালাম আজাদ (৪২)।

শুক্রবার (২ জুন) তাদের গ্রেফতার করার কথা জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, বৃহস্পতিবার (১ জুন) র‌্যাব-১০ এর একটি দল ঢাকার কদমতলী থানাধীন গেইটব্রীজ এলাকায় অভিযান চালিয়ে যৌতুক মামলার তিন বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত আনোয়ার কাদের কাজলকে গ্রেফতার করে।

আরেক অভিযানে রাজধানী ঢাকার কদমতলী এলাকা থেকে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাদিকুর রহমান ওরফে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রাজধানী ঢাকার চকবাজার এলাকায় অপর এক অভিযানে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরএসএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।