শাহ আমানতে সোনাসহ দুবাইফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৪ জুন ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবদুল করিম সজন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের একটি সোনার বার, ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং ২টি ল্যাপটপ জব্দ করা হয়।

রোববার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাকে আটক করেন।

কাস্টমস গোয়েন্দারা জানিয়েছেন, আটক যাত্রী সজন ফ্লাই দুবাইয়ে এফজেড-৫৬৩ ফ্লাইটে করে সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বশীর আহমেদ বলেন, জব্দ লম্বা দণ্ড সদৃশ সোনাগুলো লাগেজের দরজার কব্জার ভেতরে ঢুকিয়ে সুকৌশলে বহন করছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচার ও চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।