কচুক্ষেতের মিনিসো ও দিগন্ত ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৫ জুন ২০২৩

সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য বিক্রি করার অপরাধে রাজধানীর কচুক্ষেত এলাকার মিনিসো বাংলাদেশ লিমিটেড এবং জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় দিগন্ত ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বিএসটিআই।

রোববার ওই এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

এতে বলা হয়, ভাষানটেক থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য হেয়ার অয়েল বিক্রি এবং বাজারজাত করার অপরাধে কচুক্ষেত মেইন রোডে মিনিসো বাংলাদেশ লিমিটেডকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত হেয়ার অয়েল, লোশন, ক্রীম, ফেশ ওয়াশ পণ্য সমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

এছাড়া একই এলাকায় অবস্থিত দিগন্ত ফিলিং স্টেশনে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়া যাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করে দেওয়া হয়।

এ অভিযান বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।

এনএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।