বীর মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিন ওরফে জি এস হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাঁশখালী থানাধীন উত্তর জলদী গ্রামের মোফাজ্জল আহাম্মদের ছেলে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে তাকে মহানগরীর লালদীঘি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ২০০৩ সালের ১৪ জুন মহানগরীর খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের বাসায় বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে গুলি করে খুন করা হয়। নিহত শফিউদ্দিন ছিলেন রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী। পাশাপাশি তিনি স্থানীয় রেলওয়ে আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার বিচার শেষে রায় ঘোষণা করেন। রায়ে মামলার দুই আসামি শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম রিপনকে মৃত্যুদণ্ড, হেলালসহ সাত আসামিকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেওয়া হয়। ২০২২ সালের ৮ মার্চ রাতে কুমিল্লা কারাগারে শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম রিপনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিনকে লালদীঘি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ২০০৩ সালে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন। সেই হত্যা মামলায় হেলাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এতদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইকবাল হোসেন/এএএইচ