লোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২০ এএম, ০৯ জুন ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন জমিদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক সেকান্দর জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার ১০ মিনিট পর তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মাহবুব আলম জানান, ওই বৃদ্ধের মরদেহ পদুয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই ঘাতক অটোরিকশাটি পালিয়ে যায় বলে জানান তিনি।

এমডিআইএইচ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।