ভ্রাম্যমাণ আদালতের খবরে পালালেন মালিক, প্রতিষ্ঠান সিলগালা
অনুমোদন ছাড়াই ডিটারজেন্ট পাউডার, মেহেদি ও স্কিন ক্রিম তৈরি করছিল জয়িতা কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তবে খবর পেয়ে আগেই পালিয়ে যান প্রতিষ্ঠানটির মালিক ও প্রতিনিধিরা। পরে ওই প্রতিষ্ঠান সিলগালা করে বিএসটিআই।
বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিএসটিআই। এর আগে বুধবার মিরপুরের সেকশন-১১ তে ওই প্রতিষ্ঠান সিলগালা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ বিষয়ে মোহাম্মদ হাসিব সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক পালিয়ে যান। পরে কোনো স্বত্বাধিকারী এবং প্রতিনিধি না আসায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বিএসটিআই বলছে, সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না নিয়ে ডিটারজেন্ট পাউডার, মেহেদি, স্কিন ক্রিম উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক, স্বত্বাধিকারী এবং প্রতিনিধি না আসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজন সাক্ষীর উপস্থিতিতে সেটি সিলগালা করে বন্ধ করে দেন।
এনএইচ/কেএসআর/জিকেএস