টিকিট-এনআইডি দেখিয়ে কমলাপুরে প্রবেশ করছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৪ জুন ২০২৩

ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদুল আজহার ট্রেনযাত্রা শুরু হয়েছে আজ (শনিবার)। সকাল ৬টায় ঈদের প্রথম ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

তবে এবারও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। প্রতিটি যাত্রীকে অনলাইন মাধ্যমে কাটা টিকিট দেখিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একই সঙ্গে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রও সঙ্গে রাখতে হচ্ছে। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী বা আরএনবি রয়েছে। যাত্রীদের তথ্য দিতে বসানো হয়েছে হেল্প ডেস্ক। সেখান থেকে জানা যাচ্ছে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বা কখন আসবে। যদিও ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ট্রেনের প্ল্যাটফর্ম ছাড়ার সময় দেওয়া আছে।

ঈদযাত্রার প্রথম দিনে আন্তঃনগর ও লোকাল মিলে ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। গতবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহাতেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করে রেল কর্তৃপক্ষ।

যারা অনলাইন মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে।

eid-train-2.jpg

শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। তবে ঈদযাত্রার প্রথম দিনে সকাল থেকে স্ট্যান্ডিং টিকিট পেতে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। স্টেশন কর্মকর্তারা বলছেন, আগামীকাল থেকে স্ট্যান্ডিং টিকিট পেতে ভিড় দেখা যেতে পারে।

আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের যাত্রী মমিনুল ইসলাম মনি জাগো নিউজকে বলেন, শুরু থেকে কোনো ভোগান্তি নেই। স্টেশনে টিকিট দেখিয়ে প্রবেশ করেছি। ভেতরে এসে দেখি ট্রেন আগে থেকেই প্ল্যাটফর্মে অবস্থান করছে। শেষ পর্যন্ত এমন শৃঙ্খলা থাকবে এটাই কামনা।

এগারসিন্দুর প্রভাতীর যাত্রী জিল্লুর রহমান এসেছেন পরিবার নিয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বলেন, আগেই বউ-বাচ্চা গ্রামে পাঠাতে স্টেশনে এসেছি। আবহাওয়া কেমন হবে বলা যায় না, তাই আগে পরিবার পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ কর্ম দিবসে যাবো।

এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট।

এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়। ঈদুল আজহায় এবার বিভিন্ন রুটে মোট আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ।

ইএআর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।