১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ দক্ষিণ সিটির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০১ জুলাই ২০২৩

ঈদের দিন থেকে আজ শনিবার (২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার (১ জুলাই) দুপুরে ডিএসসিসির নগর ভবনের শীতলক্ষ্যা হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সামগ্রিক কার্যক্রম’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।

আরও পড়ুন: সাড়ে ১১ ঘণ্টায় দক্ষিণ সিটির শতভাগ বর্জ্য অপসারণ

মিজানুর রহমান জানান, চার হাজার ৫২টি ট্রিপে ওই পরিমাণ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

এ বছর কোরবানির ঈদ ঘিরে আট ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সাড়ে ১১ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।

ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় বর্জ্য অপসারণের কাজ শুরু করে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয় বলে জানায় ডিএনসিসি। এদিকে দুপুর ২টায় শুরু করে রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত সবগুলো ওয়ার্ডে বর্জ্য অপসারণের কথা জানায় ডিএসসিসি।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে সাত ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণ

এমএমএ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।