খাগড়াছড়ির ৩৬ ইউনিয়নে ২৩ এপ্রিল ভোটগ্রহণ


প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৫ মার্চ ২০১৬

আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন রেখে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল।

তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদের সঙ্গে পার্বত্য খাগড়াছড়ির আট উপজেলার ৩৬ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পাইপলাইনে যুক্ত হতে যাচ্ছে পার্বত্য খাগড়াছড়ি।

ঘোষিত তফসিল মতে খাগড়াছড়ির রামগড়ে ৩টি, মানিকছড়িতে ৪টি, লক্ষ্মীছড়িতে ৩টি, মহালছড়িতে ৫টি, মাটিরাঙ্গায় ৮টি, খাগড়াছড়িতে ৫টি, পানছড়িতে ৫টি ও দীঘিনালাতে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদোত্তীর্ণ না হওয়ার কারণে দীঘিনালা উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।

এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।