রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীরর পাংশায় আমির শিকদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে পাংশা উপজেলার চররামনগর এলাকার জহিরের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমির শিকদার চররামনগর এলাকার মৃত বিজু শিকদারের ছেলে।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত এর সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের হামলায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে। মঙ্গলবার রাতে সাদারচর বাজার থেকে আমির তার বাড়ি চররামনগর যওিয়ার পথে জহিরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কে বা কারা কি কারণে এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনি জানা যায়নি। তবে জানা গেছে নদী পথে চাঁদাবাজি, ডাকাতির সঙ্গে নিহত আমিরের সম্পৃক্ততা ছিল। মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এসএস/পিআর