সমবায় অধিদপ্তরে নতুন ডিজি, তাঁত বোর্ডে চেয়ারম্যান
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
মঙ্গলবার (১১ জুলাই) তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এখন সেই আদেশটি বাতিল হয়ে গেলো।
আরও পড়ুন: চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
একই সঙ্গে চুক্তিতে এক বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
আরও পড়ুন: গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন জাফর উল্লাহ
তাকে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন।
আরএমএম/বিএ/জিকেএস