কিছুদিন পর সনদ সত্যায়িত করতে হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২৩

ডিজিটাল ব্যবস্থায় কিছুদিন পর থেকে আর সনদপত্র সত্যায়িত করার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা ছাত্রজীবনেও দেখেছি। আমারটি অর্জিনালি আছে। একটি সিল দিয়ে মেরে দিলে তো হলো! এই যে ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের কিন্তু এখন আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, মেইন সার্টিফিকেটগুলো চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

তিনি বলেন, আমরা যখন এটি করবো, তখন কোনো মানুষের একটি কোড নম্বর থাকবে। সেই কোডটি দিলে কিন্তু অর্জিনাল কি না আপনি দেখে নিতে পারছেন। সে ক্ষেত্রে আমার মনে হয় অল্পদিনের মধ্যেই ডিজিটাল বেজড, স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে আমাদের প্রতিটি কাজ সহজ হয়ে যাবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গর্ভনমেন্টস বা সরকার ব্যবস্থা। সেক্ষেত্রে সব বিষয় আমাদের মাথায় আছে। আপনারা কিছু দিন পর দেখবেন এগুলো সব ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটির (সত্যায়িত করা) কোনো প্রয়োজন হবে না।

ফরহাদ হোসেন আরও বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এ বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেবো, যেন কারও ভোগান্তি না থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আরএমএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।