বিআরটিএতে দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০০ পিএম, ০২ আগস্ট ২০২৩

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের হাটহাজারী অফিসে কমল কান্তি দে (৪৫) নামে এক দালালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ আগস্ট) বিকেলে এক অভিযানে ওই দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। বিআরটিএ অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত কমল চট্টগ্রামের রাউজান থানা এলাকার রবীন্দ্র লাল দের ছেলে। কমল বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সম্পর্ক রেখে নিয়মিত তদবির করে আসছিলেন এবং তার ব্যবহৃত মোবাইলের কললিস্ট চেক করে সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিআরটিএ চত্বরে ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি মালিকানা কাগজ জব্দ করা হয়। তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।