সচিবালয়ে আইসিসি বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৮ আগস্ট ২০২৩
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আইসিসি বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী হয়

সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী হয়েছে। বিশ্বের ১৮টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে এই ট্রফি এখন বাংলাদেশে।

মঙ্গলবার (৮ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রফিটি প্রদর্শনের সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়ে ট্রফি এসে পৌঁছায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। সেই অনুযায়ী বিশ্বকাপের পর্দা উন্মোচনে আর মাস তিনেকের মতো বাকি। এর আগে নিয়ম অনুযায়ী বিশ্বভ্রমণে বের হয়েছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। আপনারা জানেন, মহাকাশে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় ট্রফিটির উন্মোচন করা হয়। ১৮ দেশ পরিভ্রমণ করছে এই ট্রফি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে এটি।’

তিনি বলেন, ‘বিশ্বকাপের এ ট্রফি ঢাকায় তিনদিন অবস্থান করবে। গতকাল আমাদের গর্বের পদ্মা সেতুতে ট্রফিটির ফটোসেশন হয়েছে। ট্রফিটিও আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ আমাদের দামাল ছেলেরা এ স্বপ্নটি শিগগির বাস্তবায়ন করবে। আমরা অবশ্যই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো- এটি আমাদের সবার প্রত্যাশা।’

icc-2.jpg

ট্রফি পরিভ্রমণের মাধ্যমে এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য যে কোনো খেলার চেয়ে আমাদের দেশে ক্রিকেট অনেক বেশি রোমাঞ্চকর ও জনপ্রিয়। বাংলাদেশসহ ১০ দেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করছে, সেখানে বাংলাদেশ ৯ ম্যাচে অংশ নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে আবহাওয়ায় খেলি, সেই আবহাওয়ায়ই খেলা হচ্ছে। আমরা আশাবাদী এ বিশ্বকাপে ভালো করবো। সেই প্রত্যাশা আমরা করছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবো সেই আশা রাখতে হয়। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আইসিসি বিশ্বকাপও আমরা জয় করবো ইনশাআল্লাহ।’

এরপর বিশ্বকাপ ট্রফির সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছবি তোলেন।

আরএমএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।