ওয়ানডে অধিনায়ক নিয়ে শিগগির সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৮ আগস্ট ২০২৩

বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক নিয়োগের বিষয়ে শিগগির সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে আইসিসি বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়েছেন। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। কয়েকদিন কেটে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি এখনো।

এখনো ওয়ানডে দলের অধিনায়ক নিয়োগ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ক্যাপটেন্সি নিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি কথা বলেছেন, আমি দেখেছি। যেহেতু তিনি বলেছেন যে তারা বিষয়টি দেখছেন, সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আশা করি, শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। অধিনায়ক হিসেবে অবশ্যই যোগ্যতর মানুষ আসবেন।

জাহিদ আহসান আরও বলেন, যে খেলোয়াড়কে অধিনায়ক করা হবে, তিনি বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করবেন। বিশ্বকাপকে সামনে রেখে একজন যোগ্য খেলোয়াড়ই অধিনায়ক হিসেবে আসবেন বলে আমি মনে করি।

আরএমএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।