শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৫ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

মঙ্গলবার (১৫ আগস্ট) ইউজিসি ভবনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসময় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম ব্যাপারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

এদিকে, গভীর শোক, যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিষ্ঠানের মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুস সাত্তারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিএসটিআই’র সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া, জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসটিআই-এ আলোচনা সভা এবং মহাখালীর কোয়ার্টার্স জামে মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধা

বাংলাদেশ বার কাউন্সিল

অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশনের চেয়ারম্যান আব্দুল বাতেন, কম্পেলেইন্ট অ্যান্ড ভিজিলেজ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাসহ বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার, বার কাউন্সিলের উপ সচিব মো. আফজাল উর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

jagonews24

এছাড়া বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিটি দপ্তরের পক্ষ থেকে টিসিবি ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ কার্যক্রমেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অংশ নেয়। এরপর টিসিবি ভবন অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোনালী ব্যাংক

শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার ভোরে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের সূচনা করা হয়। এরপর সকালে ব্যাংক ভবন ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

jagonews24

এসময় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ. বি. এম. রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, জেনারেল ম্যানেজারসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এফএইচ/এএএইচ/এনএইচ/ইএআর/এসএনআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।