ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক করলো ভূমি মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২০ আগস্ট ২০২৩

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত এক প্রকল্পে নিয়োগ হচ্ছে বলে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যেম ছড়িয়ে পড়েছে। ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

রোববার (২০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রার্থীরা যাতে প্রতারিত না হন সেজন্য সবাইকে ভূমি মন্ত্রণালয় কিংবা এর দপ্তর/সংস্থায় নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। এই ব্যাপারে এর আগে অনেকবার সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়।

আরএমএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।