রেলের রানিং স্টাফদের দাবি পূরণের আশ্বাস, শিগগির প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

রেলের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তাদের এসব দাবিগুলো পূরণ করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

তিনি বলেন, আমরা মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আমাদের অধিকারটুকু তারা মেনে নিয়েছেন। তিনি বলেছেন এটা দেওয়ার জন্য, এবং প্রজ্ঞাপন আকারে দেওয়ার জন্য। আমরা উনার মুখের কথার ওপর বিশ্বাস করে আন্দোলন প্রত্যাহার করেছি।

অর্থ ও রেল সচিবের সামনেই মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান বলে উল্লেখ করেন মো. মজিবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি এবার এটা হবে।

এর আগে ২৭ আগস্ট মধ্যরাত ১২টা থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন রেলের রানিং স্টাফরা। পরে সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করা হয়। এতে ট্রেন চলাচল বন্ধের আশঙ্কা কেটে যায়।

রেলওয়ের রানিং স্টাফরা জানিয়েছেন, আইন অনুযায়ী হেডকোয়ার্টারে তাদের আট ঘণ্টার ডিউটি শেষে ১২ ঘণ্টা বিশ্রাম করার কথা। কিন্তু কর্মী সংকট থাকায় তারা ৭-৮ ঘণ্টা বিশ্রাম করার পর আবার কাজে নেমে যান। কর্মীরা রেলের স্বার্থে কাজ করতে চান। কিন্তু রেলওয়ে তাদের স্বার্থের বিষয়ে আন্তরিক নয়।

মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা এবং ধর্মঘট পালন করেছেন তারা। তবে বিভিন্ন সময়ে রেলওয়ের মহাপরিচালক, রেলসচিব, রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন থেকে সরে যান।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।