আইইবির প্রেসিডেন্ট
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাহসী, দূরদর্শী প্রকৌশলী দরকার
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাহসী, দূরদর্শী প্রকৌশলী দরকার বলে মন্তব্য করেছেন আইইবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার হলে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রুপকার এবং এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন।
আবদুস সবুর বলেন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের সূচনা করেছিলেন। অফিসের কর্মপরিবেশ সঠিকভাবে রাখার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মতো সাহসী, নির্ভীক ও দূরদর্শী প্রকৌশলী দরকার। এলজিইডির পাশাপাশি বহুমাত্রিক চিন্তা চেতনার প্রবাদ পুরুষ ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের 'গ্রাম হবে শহর' সেই চিন্তাভাবনার বাস্তবায়ন শুরু করেছিলেন তিনি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে বিপ্লব তিনি শুরু করেছিলেন তার সুফল ভোগ করছে জনগণ।
স্মরণ সভায় আইইবির সাধারণ সম্পাদক এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন দক্ষ প্রশাসক ও আপসহীন কর্মকর্তা। গ্রামীণ উন্নয়নের অবদানে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সাবেক প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রুপকার ছিলেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। তিনি চাকরির পাশাপাশি একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তি ছিলেন।
এসময় আরও বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের (পি.ডব্লিউ.ডি) সাবেক প্রধান প্রকৌশলী ও আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান, ইঞ্জি. আজিজুল সেলিম, ইঞ্জি. রেজাউল ইসলাম, ইঞ্জি. আমিরুল ইসলাম খান, ইঞ্জি. আব্দুল কাদের, সাইফুল ইসলাম সিদ্দিক প্রমুখ।
এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. শহিদুল হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহ্বায়ক ও আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন।
এমএমএ/এসটি/জিকেএস