হাসপাতাল ছাড়ার সময় সংবর্ধনা পেলো চুরি যাওয়া নবজাতক ও তার মা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি যাওয়া নবজাতক ও তার মাকে সংবর্ধনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে চুরি হয় নবজাতক আব্দুল্লাহ। পরে তাকে উদ্ধার করে পুলিশ। ওই নবজাতক ও তার মা শাহিনা আক্তারকে আজ রিলিজ (ছাড়পত্র) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হলেও বিকেল ৩টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তারা।

আরও পড়ুন: নিজের সন্তান আইসিইউতে রেখে অন্যের নবজাতক চুরি করেন নুসরাত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জাগো নিউজকে বলেন, ‘চুরি হওয়া নবজাতক উদ্ধারের জন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হয়েছে। মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ থাকায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে কোনো সমস্যা হলে আমাদের সহযোগিতা পাবেন তারা।’

ওই নবজাতকের মা শাহিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘ভেবেই নিয়েছিলাম আব্দুল্লাহকে ছাড়া আমাদের বাসায় ফিরতে হবে। আল্লাহর রহমতে প্রশাসনের সহযোগিতায় আমরা আব্দুল্লাহকে ফেরত পেয়েছি। হাসপাতালের পরিচালক, ডাক্তার, নার্সসহ সবার প্রতি কৃতজ্ঞতা।’

আরও পড়ুন: ঢাকা মেডিকেলে চুরি হওয়া নবজাতক কামরাঙ্গীরচরে উদ্ধার

এর আগে গত ২৬ আগস্ট ঢামেকে রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা শাহিনা ছেলেসন্তান জন্ম দেন। পরে ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী সন্তান আব্দুল্লাহ। চুরির ঘটনায় ৩১ আগস্ট শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। ৩ সেপ্টেম্বর চুরি হওয়া নবজাতককে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।