২০২২-২৩ অর্থবছর

৪ বিদ্যুৎ কোম্পানির লোকসান ১১ হাজার ৬১৪ কোটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মোট লোকসানের পরিমাণ ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর জানান, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর-পরবর্তী লোকসানের পরিমাণ ৮ হাজার ৭৭৮ দশমিক ৪৬ কোটি টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান ২ হাজার ৫৬৩ কোটি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের লোকসান ২২৬ কোটি ৬৯ লাখ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির লোকসানের পরিমাণ ৪৬ কোটি ৫৪ লাখ টাকা। সব মিলিয়ে চার কোম্পানির মোট লোকসান ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা।

লোকসানের কারণ উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ ব্যয় হয়েছে ১১ দশমিক ০৯ টাকা। আর বিক্রি করা হয়েছে ৫ দশমিক ৭৫ টাকা। প্রতি ইউনিটে ৫ দশমিক ৩৪ টাকা লোকসান হয়েছে। এছাড়া ২০২৩ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৫ দশমিক ২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করায় প্রতি মাসে প্রায় ৮৫০ থেকে ৯০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। সে কারণেও বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ বেড়েছে।

আইএইচআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।