মোটরযান পরিদর্শক পদে লিখিত পরীক্ষার তারিখ-আসনবিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দশম গ্রেডের মোটরযান পরিদর্শক পদে লিখিত পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে প্রার্থীদের জন্য কিছু নির্দেশাবলী জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী- আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা হবে। ০০০০০৩ থেকে ৮০০১০৯ রোলধারীদের মধ্যে যে ২৫৯ জন প্রার্থী বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলীতে বলা হয়, প্রার্থীদের ৪০ নম্বরের বাংলা, ৪০ নম্বরের ইংরেজি এবং ৪০ নম্বরের সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। এছাড়া প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (পাওয়ার বা অটো মোবাইলস) বিষয়ে ৮০ নম্বরেরসহ মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষায় অংশ নিতে যোগ্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তাদের কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। কারও প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে পুনরায় ওয়েবসাইটে ডাউনলোড করার সুযোগ পাবেন।

পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে প্রার্থীদের আসনগ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। আবার পরীক্ষায় অংশ নেওয়া কোনো প্রার্থী দুই ঘণ্টার আগে বের হতে পারবেন না।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মোটরযান পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১০টি শূন্য পদে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে আগ্রহী ২ হাজার ২৫৫ জন আবেদন করেন। গত ৩১ আগস্ট বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪৯ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।