দিনে চুরি, রাতে মাদকসেবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

দিনের বেলায় চুরি করেন। আর রাতে সেই চুরির টাকা দিয়ে সেবন করেন মাদক। এমনই এক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ অর্থ ও চুরির সরঞ্জাম।

গ্রেফতাররা হলেন মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি করে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ, মেহেদীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রোববার মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, তারা মূলত সন্ধ্যার পরে মাদক সেবন করেন। মাদকের টাকা জোগাড় করতেই চুরি করেন।

গ্রেফতাররা জানান, তারা মাসে একবার চুরি করেন। আর চুরি করা টাকায় পুরো মাসে মাদকসেবন করেন। টাকা শেষ হলে আবারও চুরি করেন। এভাবে অর্ধশতাধিক চুরি করেছেন তারা।

পুলিশ বলছে, গ্রেফতার সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। এরমধ্যে সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি, মেহেদীর বিরুদ্ধে পাঁচটি ও আশরাফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ তিনজনসহ তাদের পাঁচজনের একটি দল আছে বলে জানান মিরপুর মডেল থানার ওসি।

আরএসএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।