ডিএমপির দুই এডিসি ও তিন ইন্সপেক্টরকে বদলি
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই জন ও তিন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাক্ষরিত এক আদেশে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে ও একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাক্ষরিত আরেক অফিস আদেশে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তারা হলেন, বনানী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দেকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আনিছুর রহমানকে বনানী থানার পরিদর্শক (তদন্ত) ও ডিএমপির অপারেশন বিভাগের পরিদর্শক মোহাম্মদ আতিকুল হককে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
টিটি/এসএনআর/জিকেএস