খাবার হোটেলের গোডাউনে ঝুলছিল বাবুর্চির মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর চকবাজার থানাধীন ইমামগঞ্জের একটি খাবার হোটেল থেকে আনসার ব্যাপারী (৩৩) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে চকবাজারের ইমামগঞ্জের চান সরদার টাওয়ারের সামনে বিসমিল্লাহ হোটেলের গোডাউনে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রায় ১০ বছর ধরে আনসার ব্যাপারী ওই হোটেলের বাবুর্চির কাজ করতেন। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আনসার ব্যাপারী শরীয়তপুরের গোসাইরহাট থানার নাগেরপাড়া গ্রামের প্রয়াত খলিল ব্যাপারীর সন্তান। তিনি চকবাজার ইমামগঞ্জ এলাকায় থাকতেন।

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।