ধর্ষণ মামলার চার মাস পর তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক তরুণকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। গ্রেফতার ওই তরুণের নাম শুভ (২০)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান র‍্যাব-১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, চলতি বছরের ১৫ জুন ফরিদপুরের কোতোয়ালি থানার গোপালপুর বাজার এলাকা থেকে স্থানীয় ঈশান ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন শুভ (২০)। দীর্ঘদিন স্কুলে আসা-যাওয়ার পথে শুভ তাকে উত্ত্যক্ত করে ও প্রেমের প্রস্তাব দিতে থাকে। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন দুপুরে ওই শিক্ষার্থী স্কুলের পরীক্ষা শেষে হেঁটে বাড়ি ফেরার পথে গোপালপুর বাজারে পৌঁছালে রাজু নামের আরেক জনের সহযোগিতায় শুভ তাকে ব্যাটারিচালিত আটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই কিশোরর মা বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির‍্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন: ফেসবুকে প্রেম কতটা নিরাপদ? 

কোতোয়ালি থানা পুলিশ আসামি এবং ওই কিশোরীর অবস্থান ঢাকার তুরাগ থানা এলাকা নির্ণয় করে র‍্যাব-১ কে জানালে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১ এর একটি দল শুভকে গ্রেফতার করে।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।