চট্টগ্রামে ১৬ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ১৬ জনকে গ্রেফতারের কথা বলছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে কোতোয়ালি থানাধীন দোস্ত বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোস্ত বিল্ডিংয়ের শিল্পী একাডেমি থেকে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের সিএমপি অর্ডিনেন্সে ৯৪ ধারায় মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।