১০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

চট্টগ্রামে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মাহবুবুল আলম (৫৪) নামে এক মাদক কারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলম চট্টগ্রামের সাতকানিয়া থানার উত্তর ঢেমশা হাছান বলির পাড়ার কোরবান আলীর ছেলে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর দিনগত রাতে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মাহবুবুল আলমকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন থানার পিএসআই মোহাম্মদ ইয়ামিন সুমন। মামলা তদন্ত শেষে ওই বছরের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পরে জেলা ও দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন বিচারক। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।

ইকবাল হোসেন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।