রামুর বিজিবি ক্যাম্প সরাতে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০২ অক্টোবর ২০২৩

কক্সবাজারের রামুতে রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প সরাতে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে পুনরায় সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশ নেন।

বৈঠকে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের অগ্রগতি; প্রতিষ্ঠিতব্য সৈয়দ শামসুল হক স্মৃতিকেন্দ্রে অথবা জেলা শিল্পকলা একাডেমিতে কয়েকটি কক্ষ বাড়িয়ে সেখানে ভাওয়াইয়া রিসার্চ সেন্টার স্থাপন ও কুড়িগ্রামকে ভাওয়াইয়া নগরী হিসেবে স্বীকৃতির বিষয়টির অগ্রগতি; ’জাতীয় প্রত্নতত্ত্ব অনুসন্ধান ও জরিপ’ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি এবং প্রাপ্ত প্রত্নবস্তুসমূহের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত ল্যাব স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সর্ম্পকে বিশদ আলোচন করা হয়।

এছাড়া বিগত ৩৫তম ও ৩৬তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে নিজস্ব কনসালটেন্সির মাধ্যমে স্থাপত্য নকশা ও প্রাক্কলন তৈরির পর ২৩টি উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশের প্রখ্যাত ২১ জন মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সময়ে শুরু করতে সুপারিশ করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধান, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আইএইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।