কারাবন্দিদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, উদ্বোধন করবেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৪ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্য কারা কর্মকর্তারা।

আরও পড়ুন>> তামিমকে নিয়ে মাশরাফি- ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

‘বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ মোট ১০টি দল অংশগ্রহণ করবে। এদের মধ্যে ৯টি দল কারাগারে থাকা বন্দিদের নিয়ে গঠন করা হয়েছে। একটি দল গঠন করা হয়েছে কারা স্টাফদের নিয়ে।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।