রাস্তায় গাড়ি পার্কিং ও নির্মাণসামগ্রী রাখায় ৬ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০১ এএম, ০৫ অক্টোবর ২০২৩

রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং ও নির্মাণসামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ৪ অক্টোবর বুধবার চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।

তিনি নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত সড়কের উভয়পার্শ্বে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেন।

অভিযানে কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ৪ ব্যক্তিকে ১০ হাজার এবং কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মানাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।