চট্টগ্রামে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর বন্দর ও আকবরশাহ থানা এলাকায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াস ওরফে বাদশাকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। অন্যদিকে আরেক মামলায় একইভাবে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত মো. জামসেরকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।
বন্দর থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বাদশাকে বুধবার ভোরে গ্রেফতার করা হয়। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জামসের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এমডিআইএইচ/এমআইএইচএস