অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

রাজধানীর ডেমরার কোনাপাড়া মজুমদার রোড এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন শাহিন ভূঁইয়া (৪০) নামে এক যুবক।

শাহিন ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার নূর মো. ভূঁইয়ার ছেলে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ডেমরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুজিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে কোনাপাড়া মজুমদার রোড এলাকা থেকে তাকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা জানা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।