জাবি ও বিএসএমআরএমইউ মধ্যে সমঝোতা চুক্তি


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৭ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) এর শিক্ষা-গবেষণা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং বিএসএমআরএমইউ’র পক্ষে রেজিস্ট্রার কমোডোর এম আবিদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিএসএমআরএমইউ উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এএসএম আবদুল বাতেন, ডিন কমোডোর এম জিয়াউদ্দিন আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

এ চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণ শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।