কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যানের ইন্তেকাল


প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে- সায়েদ হোসেন চৌধুরী, সাদেক হোসেন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে রেখে গেছেন।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) চেয়ারপার্সন।

বিশিষ্ট এই শিল্পপতির জন্ম ১৯৩১ সালের ১ জানুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্লাতক ও স্লাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।