শাহজালালে যেভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা পাবেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৩ নভেম্বর ২০২৩

মুঠোফোনে ইন্টারনেট সংযোগ না থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভোগান্তিতে পড়তে হতো অনেক প্রবাসীকে। এ জন্য চারটি কোম্পানির মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরে বহির্গমন ও আগত সব যাত্রীরাই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারছেন।

শাহজালাল বিমানবন্দরের ওয়েব পোর্টালে জানানো হয়, বিমানবন্দরে যাত্রীদের ফ্রিতে ওয়াই-ফাই সেবা দিচ্ছে এডিএন টেলিকম, ব্র্যাক নেট, আমোরা এবং বেক্সিমকো কোম্পানি।

এ সেবা নিতে হলে একজন যাত্রীকে মুঠোফোনের ওয়াই-ফাই তালিকা থেকে যেকোনো পরিষেবা প্রদানকারী নির্বাচন করতে হবে। এরপর বিমানবন্দরের ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযোগ করার জন্য হেল্প ডেস্কে যাত্রীর মোবাইল নম্বর এবং নাম দিতে হবে। ফিরতি বার্তায় যাত্রী একটি স্বয়ংক্রিয় (OTP) নম্বর পাবেন এবং এর মাধ্যমে যাত্রীরা ফ্রি ইন্টারনেট সেবা পাবেন।

এমএমএ/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।