ঢাকার ২০ আসন
এখনো মনোনয়ন ফরম জমা পড়েনি একটিও
নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। রোববার (২৬ নভেম্বর) পর্যন্ত ঢাকায় ১১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জমা পড়েনি একটিও।
ঢাকা জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, তফসিল অনুসারে ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও বিভিন্ন এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্যে জানা যায়, সরাসরি মনোনয়ন ফরম কিনতে পারছেন প্রার্থীরা। এজন্য প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে কাউকে টাকা জমা দিয়ে সেই পেপার নিয়ে আসতে হবে। প্রতিটি আসনের ওয়ার্ড হিসেবে ধার্য হয়েছে ফরমের মূল্য। ওয়ার্ড প্রতি ৫০০ টাকা করে এ মূল্য নির্ধারণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় জানায়, মনোনয়ন ফরম দাখিলের ক্ষেত্রে অনেক কাগজপত্র জমা দিতে হয়। এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা না পড়লেও ২৮-২৯ নভেম্বর চাপ বাড়তে পারে।
ঢাকা জেলা প্রশাসন অফিসেও একই অবস্থা। সকাল থেকে কোনো প্রার্থীর দেখা নেই। ঢাকা জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, সকাল থেকে কোনো প্রার্থী মনোনয়ন ফরম নেননি। কেউ জমাও দেননি।
ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন আছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরের ঢাকা জেলার আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলার প্রশাসক।
এএএম/এসএনআর/জেআইএম