রেলে আগুন: সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের হেফাজতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৪

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দুজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে।

শুক্রবার রাতে পুলিশের ওয়ারী জোনের একজন কর্মকর্তার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা চলে আসি। পাশের এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছিল। ট্রেনের আগুনের ভয়াবহ রূপ দেখে আসলে জনগণের সহযোগিতায় খুব বেশি নিয়ন্ত্রণ করা যায়নি।’

তিনি বলেন, ‘আমরা দুজনকে সন্দেহ করছি। আমরা তাদের নজরদারিতে রেখেছি। এটা নিয়ে পরে আমরা কথা বলতে চাই। তাদের ভূমিকা সন্দিগ্ধ ছিল। আমরা অ্যানালাইসিস বা তাদের জিজ্ঞাসাবাদ করা ছাড়া কিছু বলতে পারবো না।’

এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, ‘বগিগুলো পুড়ে গেছে। এখন কেমিক্যাল অ্যানালিস্ট ছাড়া মন্তব্য করার সুযোগ নেই যে সেখানে দাহ্য পদার্থ ছিল কি না।’

‘তবে এটা ডেফিনেটলি এটা স্যাবোটাজ। প্রতিটি হরতাল-অবরোধের আগে আমরা এ চিত্র দেখেছি। চলন্ত ট্রেনের মাঝের বগিতে এভাবে আগুন লাগা দুষ্কৃতকারী ছাড়া এটা সম্ভব নয়’ বলেন পুলিশ কর্মকর্তা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। রাত সোয়া ১২টা পর্যন্ত আগুনে পোড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরএমএম/বিএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।