স্বতন্ত্র এমপি নিক্সনের বাসায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রয়াত ফুফাতো ভাই ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বাসায় গেছেন। গত শনিবার (১১ মে) রাতে তিনি নিক্সনের বনানীর বাসায় যান বলে ফেসবুকে ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন খোদ নিক্সনই।
রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিক্সন লিখেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...।’
এতে সাতটি ছবি পোস্ট করেছেন নিক্সন। তাতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে। যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশও তাদের সঙ্গে ছিলেন।
এসইউজে/এমএএইচ/এএসএম