সার্ক অঞ্চলের উন্নয়নে জ্বালানি সহযোগিতা অপরিহার্য


প্রকাশিত: ১০:৩১ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সার্ক অঞ্চলে সুষম উন্নয়নের জন্য পারস্পারিক জ্বালানি সহযোগিতা অপরিহার্য। এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে ‘জ্বালানি বলয়’ সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী রোববার ঢাকার একটি হোটেলে সার্ক এনার্জি রেগুলেটরদের প্রথম সভার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আঞ্চলিক পাওয়ার মার্কেট (জ্বালানি বাজার) সৃজন ও প্রসার করার জন্য জ্বালানি সংরক্ষণ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, জল বিদ্যুৎ, নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি সম্পদের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত দেশের এনার্জি রেগুলেটরদের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে।
 
জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবুবকর সিদ্দিক-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।