মাত্র ২শ’ কার্গো জাহাজ বন্ধ রয়েছে : নৌমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রামের ‘ওয়াটার ট্রান্সপোর্ট সে’ নামের একটি সংগঠনের মাত্র ২শ’ কার্গো জাহাজ বন্ধ রয়েছে। বাকি সব জাহাজ চলাচল করছে। তবে বন্ধ জাহাজগুলোও ২-১ দিনের মধ্যেই চলাচলের ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী জানান, যে মালিক পক্ষের সংগঠন নৌ-ধর্মঘট ডেকেছে, ইতোপূর্বে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের সমস্যার কথা লিখিতভাবে জানানোর জন্য বলেছি।
তবে আমি আশা করি, ২-১ দিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে। এরই মধ্যে আমরা তাদের সঙ্গে কথাও বলেছি। চট্টগ্রাম বন্দরকে আমরা সচল রাখতে চাই।’
মন্ত্রী এ সময় নৌ সেক্টরের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। সেই সঙ্গে বর্তমানে এই সেক্টেরের কিছু অনিময়, বিশৃঙ্খলাকে শিগগিরই সমাধানের আশ্বাস দেন।
মাদারীপুর সদর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সির্ভিল সার্জন ডা. দিলীপ কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিএমএর সভাপতি ডা. আব্দুল বারীসহ কমিটির অন্য সদস্যরা। পরে মন্ত্রী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল মঙ্গলবার রাতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে নৌযান মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক শেষে শ্রমিকরা ধর্মঘট স্থগিতের করলেও পুনরায় নৌযান চলাচল স্থগিত করেন মালিক সংগঠনের একাংশ।
নাসিরুল হক/এসএস/এবিএস